এসএসসি পরীক্ষা আজ; মানতে হবে ১৪ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১০:০৪ AM

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছর মোট ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।

শিক্ষাবোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:

  • সাধারণ ৯টি শিক্ষা বোর্ড:
    পরীক্ষার্থী: ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন

    • ছাত্র: ৭ লাখ ১ হাজার ৫৩৮

    • ছাত্রী: ৭ লাখ ৮৮ হাজার ৬০৪

    • কেন্দ্র সংখ্যা: ২,২৯১

    • প্রতিষ্ঠান: ১৮,০৮৪

  • বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড:
    পরীক্ষার্থী: ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন

    • ছাত্র: ১ লাখ ৫০ হাজার ৮৯৩

    • ছাত্রী: ১ লাখ ৪৩ হাজার ৮৩৩

    • কেন্দ্র: ৭২৫

    • প্রতিষ্ঠান: ৯,০৬৩

  • বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড:
    পরীক্ষার্থী: ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন

    • ছাত্র: ১ লাখ ৮ হাজার ৩৮৫

    • ছাত্রী: ৩৪ হাজার ৯২৮

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ড. খোন্দকার এহসানুল কবির জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মনিটরিং টিম সক্রিয় রয়েছে।

এসএসসি পরীক্ষার জন্য ১৪টি নির্দেশনা:
১. পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে
২. প্রশ্নপত্রে দেওয়া সময় অনুযায়ী পরীক্ষা হবে
৩. প্রথমে এমসিকিউ, পরে লিখিত পরীক্ষা হবে, কোনো বিরতি থাকবে না
৪. প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে ৩ দিন আগে সংগ্রহ করতে হবে
৫. ধারাবাহিক মূল্যায়নের নম্বর প্রতিষ্ঠান থেকে কেন্দ্র হয়ে বোর্ডে পাঠাতে হবে
৬. OMR শিটে সব তথ্য সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে, ভাঁজ করা যাবে না
৭. তিন অংশেই (লিখিত, এমসিকিউ, ব্যবহারিক) আলাদাভাবে পাস করতে হবে
৮. কেবল রেজিস্ট্রেশন অনুযায়ী বিষয়েই পরীক্ষা দিতে হবে
৯. নিজ প্রতিষ্ঠানেই কোনো পরীক্ষার্থীর পরীক্ষা হবে না
১০. সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে
১১. কেবল কেন্দ্রসচিব মোবাইল রাখতে পারবেন
১২. একই উপস্থিতি পত্রে সব পরীক্ষার উপস্থিতি গণনা হবে
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ কেন্দ্রেই হবে
১৪. ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে

অন্যান্য নিয়ম:
পরীক্ষার আগে বা পরে কেন্দ্রে পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ থাকবে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে এবং কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।