গত ৭ মাসে বাণিজ্য ঘাটতি কমেছে ৯ শতাংশ
-1121050.jpg?v=1.1)
চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে আমদানির চেয়ে রপ্তানি প্রবৃদ্ধির হার বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতি কমেছে ৯ শতাংশ। এ সময় মোট বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।
আগের অর্থবছরের একই সময়ে মোট বাণিজ্য ঘাটতি ছিল ১২ দশমিক ৯১ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদেন উঠে এসেছে এ তথ্য।
চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে বাংলাদেশ ২৬ দশমিক ৩৭ বিলিয়ন ডলার রপ্তানি করেছে। বিপরীতে এ সময়ে আমদানি বেড়েছে ৩ দশমিক ৩০ শতাংশ।
আমদানি হয়েছে ৩৮ দশমিক ১১ বিলিয়ন ডলারের পণ্য। যা আগের অর্থবছরের একই সময় ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।