দ্য ইকোনমিস্টে বর্ষসেরা দেশ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ PM

প্রভাবশালী ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্টের ২০২৪ সালের ‘বর্ষসেরা দেশ’ তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ। এ অর্জনকে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসন উচ্ছেদের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে বর্ণনা করেছে ম্যাগাজিনটি।

গতকাল বৃহস্পতিবার ম্যাগাজিনটি তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘আমাদের এবারের বর্ষসেরা দেশ বাংলাদেশ। যারা একজন স্বৈরশাসককে উৎখাত করেছে।’

দ্য ইকোনমিস্ট তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে গত আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাধীনতার নায়কের কন্যা শেখ হাসিনা। একসময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পরবর্তীকে কীভাবে তিনি দমনমূলক হয়ে উঠেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেন সেসব বিষয় উঠে এসেছে প্রতিবেদনে।

দ্য ইকোনমিস্ট বলছে, তাঁর শাসনকালে বিপুল অর্থ আত্মসাৎ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। তবুও দেশটিতে আশাব্যঞ্জক পরিবর্তন হচ্ছে। দেশটিতে বর্তমানে একটি অস্থায়ী সরকার রয়েছে, যার নেতৃত্বে আছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস। শিক্ষার্থী, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থনে গঠিত এই সরকার দেশটির শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে।

দ্য ইকোনমিস্ট পরামর্শ দিয়েছে, ২০২৫ সালে বাংলাদেশকে ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে হবে। এর আগে নিশ্চিত করতে হবে, বিচারব্যবস্থা নিরপেক্ষ এবং বিরোধীরা সংগঠিত হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে।