আমদানি কমিয়ে বন্ধ চিনিকলগুলো আবার চালু করতে চাই: শিল্প উপদেষ্টা
আমদানি কমিয়ে দেশের বন্ধ চিনিকলগুলো আবার চালু করতে চান বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ডোঙ্গায় আখ মাড়াই মৌসুমের উদ্বোধনকালে তিনি একথা জানান।
এসময় শিল্প উপদেষ্টা বলেন, ‘৯২তম আখ মাড়াই শুরু হলো। এটা যেন চলমান থাকে এবং বন্ধ না হয়। যেন আখচাষিরা তাদের উৎপাদন দিয়ে দেশের মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। তাদের উৎপাদিত আখ মিলে এলে এখান থেকে চিনি উৎপাদন হবে এবং মানুষ এতে লাভবান হবে।’
আদিলুর রহমান খান বলেন, ‘আমরা চাই আমদানি কমিয়ে দেশের বন্ধ চিনিকলগুলো আবার চালু করতে। যেন শ্রমিকদের যেই অবদান তা সামনে চলে আসে এটাই আমরা চেষ্টা করছি। আর আমরা অন্তর্বর্তী সরকার তাই সববিছু করতে পারব তা নয়। যতদূর সম্ভব আমরা মানুষের স্বার্থে কাজ শেষ করে আমাদের যেই লক্ষ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে হস্তান্তর করে দেব। তখন তারা সকল কাজকে এগিয়ে নিয়ে যাবে।’
১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু হয়েছে। মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ১২২ কার্যদিবসে আখ মাড়াই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ মেট্রিক টন। ৭.৫ শতাংশ হারে চিনি আহরণ করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার মেট্রিক টন। গত ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুম ১ লাখ ৮৮ হাজার ৬৩৪ মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৬৭ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়।