টানা ৩ দিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল রবিবার ছিল সরকারি ছুটি। এর আগের দু’দিন তথা শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিত ছুটি। সবমিলিয়ে তিনদিন পর বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
আজ সোমবার (৮ জানুয়ারি) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।
টানা তিনদিন পর আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। পাশাপাশি উভয় দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত রয়েছে স্বাভাবিক।
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক)রেজাউল ইসলাম বলেন, প্রায় তিনদিন বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। সোমবার সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল হয়েছে। টানা কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে বন্দরে রাতদিন কাজ চলবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।
নিরাপত্তা বিবেচনায় নির্বাচনের ছুটিতে বন্দরে কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি এসময় যাতে কেউ পণ্যের ক্ষতি কিংবা কোনো রকম নাশকতামূলক ঘটনা না ঘটাতে পারে এজন্য বাড়ানো হয়েছিল নিরাপত্তা।