রাজউকের কঠোর নির্দেশনা
-1050917.jpg?v=1.1)
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে গঠিত কমিটিগুলোর প্রতি কঠোর নির্দেশনা জারি করেছে সংস্থাটি।
রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে, গঠিত তদন্ত কমিটি ও তদন্ত কর্মকর্তারা অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিচ্ছেন না। এ অবস্থায় যেসব কর্মকর্তা বা কমিটি অনুমোদিত সময়সীমার মধ্যে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছেন, তাদের শেষবারের মতো সতর্ক করে নির্ধারিত সময়ের মধ্যে সুস্পষ্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ কমিটি/তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৪১(৪) লঙ্ঘনের অভিযোগে অদক্ষতার জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।