একদিনের ব্যবধানে ফের স্বর্ণের নতুন দাম নির্ধারণ
-1230943.jpg?v=1.1)
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে এবার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা।
বুধবার (২৩ জুলাই) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই দাম বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষাপটে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী—
২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩০২ টাকা,
১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪১ হাজার ৬৮৩ টাকা
এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ১৭ হাজার ২২৩ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও গুণমান অনুসারে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে।