প্রবাসী আয়ে রেকর্ড; ২৪ দিনে এল ২৭০ কোটি ডলার

পবিত্র রমজান মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে রেকর্ড ২৭০ কোটি মার্কিন ডলার। এর আগে, গত বছরের ডিসেম্বরে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২৬৪ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের সবশেষ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।
প্রবাসী আয়ের এ ধারা অব্যাহত থাকলে মার্চের শেষে ৩০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন ব্যাংকাররা। এ ছাড়া প্রবাসী আয় বাড়ায় ব্যাংকগুলোতে ডলার সংকট অনেকটা কেটে গেছে বলে জানান তাঁরা।
দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে টানা সাত মাস ধরে প্রতি মাসে ২০০ কোটি মার্কিন ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা। চলতি অর্থবছরের প্রথম আট মাস প্রবাসীরা ১ হাজার ৮৪৯ কোটি ডলার পাঠিয়েছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি।
সাধারণত দুই ঈদের আগে প্রবাসী আয় বছরের অন্য মাসের চেয়ে বেশি আসে।