জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই: অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ AM

বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও তিনি পরে একাধিক নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন।

ব্যক্তিজীবন নিয়েও সবসময় খোলামেলা এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে সাদাত শাফি নাবিল নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন মাহি, আর ভক্তদের কাছে প্রেমিককে পরিচয় করিয়েছেন নিজেই।

সাধারণত অভিনেত্রীরা তাদের প্রেম-সম্পর্কের বিষয়গুলো লুকিয়ে রাখেন। কখনোই প্রেমিককে প্রকাশ্যে আনতে চান না। 

মাহি এদিক থেকে ব্যতিক্রম। তিনি প্রায়শই প্রেমিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি প্রকাশ করেন, ভালোবাসার অনুভূতি প্রকাশ করেন।

এবার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন দুইটি ছবি যেখানে সাদাত শাফি নাবিলের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন। রাজধানীতে জ্যামের মাঝে বসে থেকেই এ ছবিগুলো তুলেছেন তারা। 

ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের অর্ধেক কেটে যায় ট্রাফিকেই।’ এ ক্যাপশন থেকেই বুঝা যাচ্ছে জ্যামের মাঝে রয়েছেন এ জুটি।