আমাকে বাঁচাতে কেউ আসছে না: অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ১১:৫৮ AM

মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল তার অভিনয় দক্ষতায় ইতোমধ্যে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ব্যক্তিগত ভাবনা শেয়ার করেছেন সুনেরাহ, যা তার অনুরাগীদের মধ্যে নতুন করে আগ্রহ ও আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি বর্তমান সময়ের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে তার ব্যক্তিগত লড়াই ও অভিজ্ঞতার কথা খোলামেলাভাবে তুলে ধরেন।

সুনেরাহ তার লেখায় উল্লেখ করেছেন, ‘ ‘আমাকে বাঁচাতে কেউ আসছে না’— এই বাক্যটা এখন অনেকদিন ধরে আমার ব্যক্তিগত মন্ত্র হয়ে দাঁড়িয়েছে।  দিনগুলো যেন ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে, আর রাতগুলো যখন আমি ঘণ্টার পর ঘণ্টা ছাদের দিকে তাকিয়ে থাকি, নিজের চিন্তায় ডুবে যাই। তখন সেই অনুভূতিগুলোও ধীরে ধীরে অবসন্ন হয়ে পড়ে।’

নিজের মনের ভেতরের অস্থিরতা নিয়ে সুনেরাহ লিখেছেন, ‘যখন কিছু করছি না, তখন মনের ভিতর হাজারো চিন্তা ভিড় করে, আমি আর কী কী করতে পারি যাতে বাকিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি। অথবা অন্তত এমন কিছু যাতে মনে হয় আমি এগোচ্ছি, কারণ সবাই যেন অনেক আগেই দৌড়ে এগিয়ে গেছে, আর আমি এখনও ফিনিশ লাইনের দেখা পাইনি।’

‘আমাকে বাঁচাতে কেউ আসছে না। হ্যা, কেউ কেউ সাহায্যের আহ্বানে সাড়া দিতে পারে, কিন্তু তাদেরও নিজস্ব পথ আছে, নিজস্ব যাত্রা আছে। সত্যিটা হলো সবাই নিজের মতো করে প্রাণপণে লড়ছে।’

তার কথায়, ‘আমাকে বাঁচাতে কেউ আসছে না, কারণ সবাই নিজেকে বাঁচাতেই ব্যস্ত। আর সেই কারণেই আমি নিজের ভিতরে একটা তালিকা রাখি কী কী নতুন কিছু চেষ্টা করতে চাই। আর তাই তো আমি প্রতিদিন সকালে উঠে বাইরে যাই, যদিও জানি এখনও বৃষ্টি থামেনি কারণ আমি বিশ্বাস করি, একদিন না একদিন এই বৃষ্টি থেমে যাবে।’

শেষে লিখেছেন, ‘আর যেদিন তা থামবে, আমি হয়তো রোদের নিচে দাঁড়িয়ে থাকব চোখ বন্ধ করে, অথবা রাতের আকাশে তারার দিকে তাকিয়ে মুচকি হাসব কারণ তখন আমি জানব, কোনো রকমে হলেও আমি পার হয়েছি।’