ছোটপর্দায় আর দেখা যাবে না সাবিলাকে? যা বললেন অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক
বিনোদন জার্নাল বিনোদন জার্নাল
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ১০:২৯ PM

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নাটক ও বিজ্ঞাপনে সফলভাবে কাজ করে নিজের অবস্থান গড়েছেন। শোবিজ অঙ্গনে এই দীর্ঘ পথচলায় কেবল সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতাই ছিল না তাঁর।

অবশেষে সেই অপূর্ণতা পূরণ হলো। প্রথমবারের মতো সাবিলা নূর অভিনয় করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ ছবিতে। নাটক থেকে চলচ্চিত্রে যাত্রার শুরুতেই শাকিব খানের মতো শীর্ষ নায়কের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিঃসন্দেহে ভাগ্যবান বলাই যায় তাঁকে।

এবার এক সাক্ষাৎকারে কাজ নিয়ে বিস্তর আলাপ করেছেন সাবিলা নূর। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি ছোট পর্দায় শেষ দুই বছর সেভাবে নিয়মিত কাজ করছি না, কারণ ভালো কন্টেন্টে কাজ করার একটা ইচ্ছা থেকে বেঁছে বেঁছে কাজ করছি।’

ছোট পর্দায় আর দেখা যাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা নিয়ে আপতত এখনো ভাবছি না কারণ আমার চিন্তা হচ্ছে ভালো কাজ করা। ভালো মানের কাজ করা।’

তার কথায়, ‘যেহেতু তাণ্ডব একটা স্টান্ডার্ড সেট করেছে। মানে তাণ্ডবের মতো একটা সিনেমা করার পরে অবশ্যই আমার এরকর অথবা এর থেকে আরও ভালো কিছু করতে হবে।’