দুবাইফেরত যাত্রীর মানিব্যাগে মিলল ৩ কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪ PM

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এম মাসুদ ইমাম নামের এক যাত্রীর মানিব্যাগ থেকে ৩ কোটি ১৫ লাখ টাকা মূল্যের ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকেএস৮৪) যাত্রী ছিলেন। জব্দ করা স্বর্ণের ওজন প্রায় সাড়ে ৩ কেজি।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম বলেন, দুবাই থেকে ঢাকায় আগত এমিরেটস এয়ারলাইনসের একে-৫৮৪ ফ্লাইটে স্বর্ণের চোরাচালানের গোপন তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে বিমানটি ১০ নং বোর্ডিং ব্রিজে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানে ২৬কে সিটের যাত্রী এম মাসুদ ইমামকে শনাক্ত করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি চামড়া সদরে মানিব্যাগের ভেতর থেকে বড় আকৃতির স্বর্ণের কয়েন পাওয়া যায়। পরে আবার তল্লাশি করে আর দুটি সদৃশ মানিব্যাগ পাওয়া যায়। 

ফারহানা বেগম আরও বলেন, পরবর্তীতে মানিব্যাগসহ ওই যাত্রীকে গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে নিয়ে আসা হয়। তারপর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দুটি মানিব্যাগ থেকে আরও ২৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ ইমাম শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশি করে একটি চামড়ার মানিব্যাগের ভেতর একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা মাসুদ নিজের বলে স্বীকার করেন। এছাড়াও একাধিক বারসহ তার থেকে আরও ২টি মানিব্যাগ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মোট উদ্ধারকৃত স্বর্ণের ওজন তিন হাজার চারশত আটানব্বই গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ বিরাশি হাজার টাকা। আটককৃত স্বর্ণবারগুলো কাস্টম হাউস শুল্ক গুদামে জমা দেয়ার করার কার্যক্রম চলমান রয়েছে।