ডিএমপির অভিযানে ৫০ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, ০২:৫৬ PM

রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— আকির মিয়া রাকিব (২৮), মেহেদী হাসান ওরফে হাসান (২২) ও মামুন মিয়া (৪৫)। গতকাল বুধবার নটরডেম কলেজের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে ডিবি মতিঝিল বিভাগ গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রির উদ্দেশে নটরডেম কলেজের সামনে অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাঁদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার আকির মিয়া রাকিবের বিরুদ্ধে কুমিল্লা জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, উদ্ধার করা গাঁজাগুলো বিক্রির উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।