বৃষ্টিতে বাগড়া; অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ পরিত্যক্ত হলে কী হবে?

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪ PM

বৃষ্টির কারণে জটিল সমীকরণের মধ্যে পড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির 'বি' গ্রুপের খেলা। হারলেই বাদ, জিতলে সেমিফাইনাল এই সমীকরণ মাথায় নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। লাহোরে বৃষ্টির শঙ্কা থাকায় জবাব দিতে নেমে দ্রুত রান তুলতে থাকেন অজিরা।

১২.৫ ওভার ব্যাটিং করে তুলে ফেলেছে ১ উইকেটে ১০৯ রান। এরপরই ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। যে কারণে মাঠ ছাড়তে হয়েছে অস্ট্রেলিয়ার দুই অপরাজিত ব্যাটার স্টিভ স্মিথ (১৯) ও ট্রাভিস হেডকে (৫৯)। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৩৭.১ ওভারে ১৬৫ রান।

এর আগে জীবন পাওয়ার পরও ইনিংস বড় করতে পারেননি ওপেনার ম্যাথিউ শর্ট। ১৫ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

ওয়ানডে ম্যাচে ফলাফল বের করতে আনতে হলে দ্বিতীয় ইনিংসে কমপক্ষে ২০ ওভার খেলা হতে হবে। ২০ ওভারে অস্ট্রেলিয়াকে করতে ১২৩ রান।

এর কম হলে এবং খেলা শুরু করা না গেলে ওই ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে দুই দলই একটি করে পয়েন্ট পাবে। যদি পয়েন্ট ভাগাভাগি করা হয়, তাহলে অস্ট্রেলিয়া সেমিফাইনালে চলে যাবে, বাদ পড়বে আফগানিস্তান।