হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেল আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭ AM

২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়টা যে অঘটন ছিল না, সেটারই যেন প্রমাণ দিল আফগানিস্তান। স্নায়ুচাপের প্রবল লড়াই শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ৮ রান আগেই ইংলিশদের যাত্রা থামাল রশিদ-নবীরা। ক্রিকেট বিশ্বের ডার্কহর্স হিসেবে আফগানিস্তানের ধারাবাহিক উত্থানের পর্বে এই জয় নতুন এক স্মারক হিসেবেই দেখছে ক্রিকেট দুনিয়া।  

লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ঝড়। পুরো দলকে প্রশংসায় ভাসাচ্ছে নেট দুনিয়া। তাতে পিছিয়ে নেই ক্রিকেটের সাবেক গ্রেটরাও। শচীন টেন্ডুলকার তাদেরই একজন। ক্রিকেটের রাজকীয় খেলায় সবচেয়ে বেশি রানের মালিক এখন থেকে আফগানিস্তানের জয়কে আর অঘটন বলতেই রাজি নন। 

গতকালের ম্যাচ শেষে এক টুইটে শচীন লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের ধীর এবং ক্রমাগত উন্নতি অনুপ্রেরণা দেয়ার মতোই। আপনি তাদের জয় আর অঘটন বলতে পারেন না। তারা এটাকে অভ্যাসে পরিণত করেছে। ইব্রাহিম জাদরানের দুর্দান্ত সেঞ্চুরি এবং আজমতউল্লাহ ওমরজাইয়ের অসাধারণ ফাইফার আফগানিস্তানকে আরেকটি স্মরণীয় জয় এনে দিয়েছে।’ 

আফগানিস্তানের জয়ে উচ্ছ্বসিত আরেক ভারতীয় গ্রেট রবি শাস্ত্রীও। ভারতের সাবেক এই কোচ আফগানিস্তানের প্রশংসার পাশাপাশি কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডেরও, ‘আফগানিস্তান, তোমরা দুর্দান্ত। অসাধারণ করলে। আর ইংল্যান্ডকে বলছি, কোন অজুহাত ছাড়াই উপমহাদেশে খেলাকে সিরিয়াসভাবে নাও। এরপরেই কেবল তোমরা এমন দলের স্বীকৃতি পাবে যারা ভ্রমণ করতে পারে।’

২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের কোচিং প্যানেলে ছিলেন ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজা। সাবেক শিষ্যদের জয়ে বেশ খুশি সাবেক এই ব্যাটার। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও প্রশংসা করেছেন আফগানিস্তানের, ‘দুর্দান্ত আফগানিস্তান। জয়টা প্রাপ্য। ইংল্যান্ড গত কয়েক বছর ধরেই সাদা বলে ভালো ক্রিকেট খেলতে পারেনি। এমন পরিবেশে এই ফল অপ্রত্যাশিত নয়।’