আন্তর্জাতিক ক্রিকেট থেকে
চূড়ান্ত অবসরের ঘোষণা তামিমের
বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাহাতি ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন।
তিনি শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ফেসবুকে একটি পোস্টে উল্লেখ করেন, "আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক দিন ধরে দূরে আছি। আর ফিরবো না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার দিনগুলো শেষ।"
তামিম বলেন, "আমি অনেক দিন ধরে এই বিষয়ে ভাবছিলাম। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি টুর্নামেন্ট রয়েছে, আমি চাইনা যে আমার কারণে আলোচনা শুরু হোক এবং দলের মনোযোগ বিঘ্নিত হোক। এজন্য আমি অনেক আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেছি। যদিও অনেকেই বলেছিল যে আমি বিষয়টি ঝুলিয়ে রেখেছি, কিন্তু আমি নিজেই এক বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছিলাম।"
তিনি আরও বলেন, "অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রীড়াবিদ হিসেবে আমার নিজস্ব অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি এবং এখন মনে হচ্ছে, সময়টা এসে গেছে।"
তামিম ইকবাল জানিয়েছেন, জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকতা সহকারে তাকে ফেরার অনুরোধ করেছেন এবং নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। তবে তিনি বলেছেন, "আমি নিজের মনের কথা শুনেছি।"
তিনি ২০২৩ বিশ্বকাপের আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা তার জন্য একটি বড় ধাক্কা ছিল উল্লেখ করে বলেন, "ক্রিকেট ভক্তদের অনেকেই বলেছেন, তারা আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভাবতে হয়েছিল আমাকে। আমার ঘরে আমার ছেলে, সে কখনো সরাসরি বলেনি, কিন্তু তার মা'কে বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।"
তামিম অবশেষে ভক্তদের হতাশ করার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, "ছেলেকে বলেছি, তুমি বড় হলে বাবাকে বোঝার সুযোগ পাবে।"