জাতীয় দলে ফেরার ব্যাপারে আশাবাদী সাব্বির

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ০৪:২৫ PM

সাব্বির রহমান দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন, তবে তিনি এখনো নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে পর্যন্ত তিনি ঘরোয়া আসরে দল পেতে ব্যর্থ হন এবং গতবারের বিপিএলে অবিক্রিত ছিলেন। তবে এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস তাকে দলে অন্তর্ভুক্ত করেছে। 

সাব্বির গতকাল চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। যদিও তার দলের জয় আসেনি, তবুও এমন ইনিংসে তিনি নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় দলে ফেরার ব্যাপারে তিনি আশাবাদি এবং বলেন, "আমি এখনো খেলছি, সবাই স্বপ্ন দেখে। আমি ফিটনেস নিয়ে চিন্তিত নই। কয়েকটি ভালো ইনিংস খেলতে পারলে নির্বাচকরা হয়তো সুযোগ দেবেন।"

তিনি আরও যোগ করেন, "আমি নিয়মিত প্র্যাকটিস করছি। রাজশাহীতে নিজের খরচে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। বিপিএলে সুযোগ পেয়েছি এবং চেষ্টা করছি ভালো খেলার জন্য।" সাব্বিরের মতে, তার ইনিংসটি পরবর্তী ম্যাচগুলোতে আরও আত্মবিশ্বাস যোগাব। যদিও দল জয় না পেলে এটিকে কাজে লাগানো হয়নি, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এই ইনিংসে খুশি। 

সাব্বির রহমানের এই আত্মবিশ্বাস এবং প্রচেষ্টা তাকে জাতীয় দলে ফেরার সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে।