টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচিত
অনেক আলোচনার জন্ম দেওয়ার পর অবশেষে উন্মোচন করা হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের জার্সি কেমন হবে তা নিয়ে কৌতূহলের শেষ ছিল না অনেকের মধ্যেই।
রবিবার (২৬ মে) বিসিসি তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি গ্রুপ ছবি পোস্ট করে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি প্রকাশ করে। ছবিতে ছিলেন বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা সকল ক্রিকেটার।
বাংলাদেশের জার্সিতে স্বাভাবিকভাবেই সবুজের প্রাধান্য থাকে। এবারের বিশ্বকাপ জার্সিতেও তার ব্যতিক্রম ঘটেনি। তার পাশাপাশি দুই হাতের অংশে লাল রং রয়েছে। গলার দুই পাশে হালকা হলুদ রঙের ছটাও রয়েছে।
আগামী ২ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে বাংলাদেশ লড়বে ‘ডি’ গ্রুপে। তাদের সঙ্গী হিসেবে আছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল এবং নেদারল্যান্ডস। আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।