ঢাকায় বৃষ্টি; মিরপুর টেস্ট কখন শুরু হবে?
আলোকস্বল্পতার কারণে কাল প্রথম দিন ৮.২ ওভার বাকি থাকতে শেষ হয়েছিল দিনের খেলা। আজ তাই খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট আগে। তবে আগে শুরু হওয়া তো দূরে কথা, টেস্ট শুরুর সময় ৯ টা ৩০ মিনিট পেরিয়ে গেলেও এখনো খেলা শুরু হয়নি।
সকাল থেকেই ঢাকায় দেখা গিয়েছে বৃষ্টিপাত। শের-এ বাংলা স্টেডিয়াম এখন কাভারে ঢাকা। এর ফলে খেলা কখন শুরু হবে সেটা জানতে আবহাওয়ার দিকে দৃষ্টি রাখতে হবে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এমনকি এই বৃষ্টির রেশ আগামীকাল শুক্রবার পর্যন্তও থাকতে পারে। তবে এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও ভেজা আউটফিল্ডের কারণ খেলা পিছিয়ে দিয়েছেন দুই আম্পায়ার। মাঠ উপযোগী হতে হতে আরও একবার বৃষ্টি হানা দেয় কিনা সেটাই দেখার বিষয়।
খেলোয়াড়রা মাঠে এলেও ড্রেসিংরুমে সময় পার করছেন। মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলনে।
প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ এই টেস্টেও ভালো অবস্থায় আছে, বলা যায়।
তবে মিরপুরের স্পিনিং উইকেটে এরইমাঝে সুবিধা পেতে শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে গুটিয়ে গেলেও কিউইদের টপঅর্ডার ধ্বসিয়ে দিতেও সময় নেয়নি বাংলাদেশের স্পিনাররা। গতকাল শেষবিকেলে ৫৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড। সে হিসেবে প্রথম দিনেই ঢাকা টেস্ট দেখেছে ১৫ উইকেটের পতন। বৃষ্টির পর ভারী মাঠের সুবিধা আরও ভালোভাবে নিশ্চয়ই পাবে বাংলাদেশ।