বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হারে পাক কিংবদন্তীর খোঁচা

বাংলাদেশের মাটিতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান দল। মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আট রানে হেরে আগেই সিরিজ হারিয়েছে সফরকারীরা। এখন দলটির সামনে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কাও রয়েছে।
পাকিস্তানের এমন বাজে পারফরম্যান্সে তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও খ্যাতিমান ধারাভাষ্যকার রমিজ রাজা। অন্যদিকে দলের অলরাউন্ডার ফাহিম আশরাফ ব্যর্থতার জন্য দায় দিচ্ছেন মিরপুরের উইকেটকে।
রমিজ রাজা তার ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ বলেন, ‘বাংলাদেশ আবারও পাকিস্তানকে শিখিয়ে দিল কীভাবে চ্যালেঞ্জিং পিচে খেলা যায়। তারা ব্যাটিং-বোলিং দুই দিকেই এগিয়ে ছিল। ক্যাচ মিস হয়েছে, ফাহিম টিকে থাকলে হয়তো ফল অন্য রকম হতে পারত, কিন্তু শুরুতেই ১৫ রানে ৫ উইকেট হারানোয় পাকিস্তান নিজেরাই ম্যাচ কঠিন করে তোলে।’
বাংলাদেশের আত্মবিশ্বাস, মাঠে স্পিরিট এবং জাকের আলীর সাহসী ব্যাটিংকে জয়ের মূল চাবিকাঠি হিসেবে দেখছেন রমিজ। বলেন, ‘বাংলাদেশের গ্যালারি পূর্ণ ছিল, তারা আত্মবিশ্বাসে ছিল ভরপুর। বিশেষ করে জাকের আলীর ইনিংস ছিল দুর্দান্ত।’
অন্যদিকে, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেন ফাহিম আশরাফ। বলেন, ‘বিপিএলে উইকেট যেমন ছিল, এবার তা নয়। তখন ঠান্ডা আবহাওয়ায় পিচে স্পিন তেমন কাজ করত না। কিন্তু এখন নিচের অংশ নরম, ওপরটা শক্ত—যা বল ধরিয়ে দেয়। এটা ব্যাটিংয়ের জন্য খুব একটা সহায়ক নয়।’
তিনি আরও জানান, ‘গ্রাউন্ডসম্যানরা বলেছে, বৃষ্টির কারণে পিচ পুরোপুরি প্রস্তুত হয়নি। তাই এমন আচরণ করছে। বিপিএলের সময় এমন উইকেট ছিল না।’
প্রসঙ্গত, ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে করে ১৩৩ রান তোলে। জাকের আলীর ৫৫ রানের ইনিংস ছিল দলের মূল ভরসা। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১২৫ রানে গুটিয়ে যায়। ফাহিম আশরাফ একাই লড়েছেন, ৩২ বলে ৫১ রান করেছেন, কিন্তু তা যথেষ্ট ছিল না।
রমিজের মতে, ‘পাকিস্তানের দলে একজন স্পেশালিস্ট স্পিনারও ছিল না—এটাই বড় ঘাটতি। কঠিন কন্ডিশনে রেগুলার বোলারদের দরকার পড়ে।’
পাকিস্তান ক্রিকেটে আত্মসমালোচনার সময় এসেছে বলে মনে করেন রমিজ। তাঁর ভাষায়,‘শুধু বিগ হিটিং নয়, কন্ডিশন বুঝে খেলা, ডিফেন্স, রানিং বিটুইন দ্য উইকেট—সব বিষয়ে উন্নতি করতে হবে।’
এখন দেখার বিষয়, তৃতীয় ম্যাচে পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারে কিনা, নাকি বাংলাদেশই হাসবে হোয়াইটওয়াশের সাফল্যে।