ভারতকে ট্রফি না দেওয়ায় স্বর্ণপদক পাচ্ছেন নাকভি

সদ্য সমাপ্ত এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। নাকভি নিজের সিদ্ধান্তে অনড় থাকায় ট্রফি ছাড়াই দেশে ফেরে সূর্যকুমার যাদবের দল।
এদিকে, বিষয়টি পাকিস্তানে ‘জাতীয় গৌরবের প্রতীক’ হিসেবে দেখা হচ্ছে। নাকভির দৃঢ় অবস্থানের স্বীকৃতি হিসেবে তাকে দেওয়া হচ্ছে ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’।
মূলত নৈতিক ও সাহসী পদক্ষেপের জন্য এই স্বীকৃতি দেওয়া হচ্ছে তাকে। নাকভিকে এই সম্মাননা জানানোর ঘোষণা দিয়েছেন সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল।
গুলাম আব্বাস জামাল মনে করেন এটা শুধু ক্রিকেটীয় ব্যাপার নয়, এর সঙ্গে পাকিস্তানের সার্বভৌমত্ব ও মর্যাদার সম্পর্ক আছে। তিনি বলেন, 'এটা শুধু ক্রিকেটের ব্যাপার নয়। এটা মর্যাদা, সার্বভৌমত্ব ও চাপের কাছে মাথা নত না করার ব্যাপার।'
নাকভিকে পুরস্কার দেওয়ার জন্য ইতোমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান হিসেবে আছেন সিন্ধ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান খালিদ জামিল শামসি। আর সচিব হিসেবে আছেন করাচির স্পোর্টস ডিরেক্টর কমিশনার গুলাম মুহাম্মাদ খান।
করাচিতে জমকালো আয়োজনে নাকভিকে এই স্বর্ণপদক দেওয়া হবে। তবে কবে দেওয়া হবে সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি।