১৪৭ রানে থামল আফগানিস্তান
-1031014.jpg?v=1.1)
বাংলাদেশের শৃঙ্খলিত বোলিংয়ে রান তুলতে হিমশিম খেয়েছে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ১৪৭ রান। সিরিজ জয়ের লক্ষ্য পূরণে বাংলাদেশকে করতে হবে ১৪৮ রান।
শুক্রবার (০৩ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে খেলা তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের পরিবর্তে এই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
সুযোগ পেয়ে তারা দুজনই নিয়ন্ত্রিত বোলিং করেছেন। এর মধ্যে শরিফুল ৪ ওভার বল করে ১৩ রান খরচায় ঝুলিতে পুরেছেন ১ উইকেট। সাইফউদ্দিন উইকেট না পেলেও ৪ ওভারে ২২ রানের বেশি খরচ করেননি।
এদিকে বল হাতে ৪ ওভারে ৪৫ রান দিলেও ম্যাচে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন স্পিনার রিশাদ হোসেন। আফগান ইনিংসের অষ্টম ওভারে সেদিকউল্লাহ আতালকে (২৩) পারভেজ ইমনের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর ওয়াফিউল্লাহ তারাখিলকে (১) সাইফউদ্দিনের তালুবন্দি করে ফিরিয়েছেন।
আর বাংলাদেশের পক্ষে ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যান আরেক স্পিনার নাসুম আহমেদের। ৪ ওভারে ২৫ রান খরচায় দুই উইকেট শিকার করেছেন তিনি। তার বলে সাজঘরের পথ ধরেছেন আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করা ইব্রাহিম জাদরান এবং দারউইশ রাসুলি (১৪)।
আফগান ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তিনে নামা উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজের ব্যাটে। শরিফুলের বলে বোল্ড হওয়ার আগে ১ চার ও ২ ছক্কায় ২২ বলে ৩০ রান করেন তিনি।