দুর্দান্ত শুরু করেও দেড়শর আগেই অলআউট পাকিস্তান
-1281038.jpg?v=1.1)
দুই ওপেনারের ব্যাটে দারুণ সূচনা করেছিল পাকিস্তান। বিশেষ করে শাহিবজাদা ফারহানের ঝোড়ো অর্ধশতকে শক্ত ভিত পায় দলটি। তবে মিডল অর্ডারে নেমে একে একে ব্যর্থ হয়েছেন সালমান আলি, মোহাম্মদ হারিসসহ অন্যরা। ফলে দেড়শর আগেই গুটিয়ে যায় পাকিস্তান ইনিংস।
দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান করে মাত্র ১৪৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান আসে ফারহানের ব্যাট থেকে।
ফাইনালের চাপ সামলে ওপেনিং জুটিতে পাকিস্তানকে এগিয়ে নেন ফারহান ও ফখর জামান। এর মধ্যে ফারহান শুরু থেকেই খেলেছেন আক্রমণাত্মক ভঙ্গিতে। ভারতের বিপক্ষে আগের ম্যাচেও তার ব্যাট ঝলসে উঠেছিল, আজও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।
নতুন বলে জাসপ্রিত বুমরাহ কিংবা মাঝের ওভারে কুলদিপ যাদবের মতো চায়নাম্যান, সবাইকেই স্বাছন্দ্যে খেলেছেন ফারহান। বড় ম্যাচে এসে ফিফটির দেখা পেয়েছেন এই ওপেনার। ৩৫ বলে মাইলফলক ছুঁয়েছেন তিনি। সবমিলিয়ে ৩৮ বলে ৫৭ রান এসেছে তার ব্যাট থেকে।
ফারহান ফিরলে ভাঙে ৮৪ রানের উদ্বোধনী জুটি। এরপর সায়িম আইয়ুবকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন ফখর। তবে ১১ বলে ১৪ রানের বেশি করতে পারেননি তিনি।
এরপরই যেন ধস নামে পাকিস্তানের ইনিংসে। মোহাম্মদ হারিস-সালমান আলি আগারা দাঁড়াতেই পারেননি। বাকিদের আসা যাওয়ার মাঝেও ফখর জামান এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেছেন। তবে ৩৫ বলে ৪৬ রানের বেশি করতে পারেননি তিনি।
ফখর ফিরলে আর বেশিক্ষণ টিকেনি পাকিস্তানের ইনিংস। শেষ ২০ রান যোগ করতে তারা হারিয়েছে ৭ উইকেট। প্রথম তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।