পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ PM

গ্রুপপর্বে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে শুরু করেছিল পাকিস্তান। এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে তারা। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

ভারতের একাদশে পরিবর্তন

গত ম্যাচের তুলনায় দুই পরিবর্তন এনেছে ভারত। দলে ফিরেছেন জাসপ্রিত বুমরাহ ও রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন হার্শিত রানা ও আর্শদীপ সিং।

পাকিস্তানের একাদশে পরিবর্তন

পাকিস্তানও এনেছে দুটি পরিবর্তন। একাদশ থেকে বাদ পড়েছেন হাসান নাওয়াজ ও খুশদিল শাহ। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ ও হোসেন তালাত।

ভারত একাদশ

অভিষেক শর্মা, শুভমান গিল, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী।

পাকিস্তান একাদশ

সাইম আইয়ুব, শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আঘা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।