'বর্তমান অনেক ক্রিকেটারের চেয়ে এখনো ভাল এবি'

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ০৯:৪২ AM

কয়েক বছর আগেই সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। তাই আন্তর্জাতিক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর দেখা যায় না তাকে। তবে সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘ওয়ার্ল্ড লিজেন্ড চ্যাম্পিয়নশিপ’-এ দেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

সেই আসরে ব্যাট হাতে ঝড় তুলেছেন ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত এই ব্যাটসম্যান। মাত্র ৫ ম্যাচে ১৪৩ গড়ে ৪২৯ রান করেছেন ডি ভিলিয়ার্স। তার দুর্দান্ত পারফরম্যান্সেই শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকার দল।

ডি ভিলিয়ার্সের এমন ব্যাটিং দেখার পর দেশটির আরেক সাবেক ক্রিকেটার ডেল স্টেইন মুগ্ধ হয়েছেন। সাবেক এই প্রোটিয়া পেসার মনে করেন বর্তমানে আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অনেক ক্রিকেটারের চেয়ে ভালো পারফর্ম করবেন ডি ভিলিয়ার্স।

এক্সে দেওয়া এক পোস্টে স্টেইন লিখেছেন, 'এবি (ডি ভিলিয়ার্স) এখনও আইপিএলের অর্ধেক আন্তর্জাতিক খেলোয়াড়ের চেয়েও ভালো। মনে রাখবেন, আইপিএল কিন্তু সবচেয়ে কঠিন টি-টোয়েন্টি টুর্নামেন্ট।'