ভুটানি লিগে ৭ গোল করে ঋতুপর্ণার ইতিহাস

ভুটান নারী ফুটবল লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে পারো এফসি। সর্বশেষ ম্যাচে সাবিনা খাতুন ও ঋতুপর্ণাদের দলটি ২২-০ গোলে বিধ্বস্ত করেছে ফুটসিলিং এএফসিকে।
ম্যাচে সর্বোচ্চ ৭ গোল করে সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন। পারো এফসির ২২ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার—সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া মিলে করেছেন ১৯টি। এর মধ্যে ঋতুপর্ণার ৬টি, সুমাইয়ার ৪টি ও মনিকার ২টি গোল।
প্রথমার্ধেই পারো এফসি এগিয়ে যায় ১১-০ ব্যবধানে।
খেলার শুরু থেকেই অপ্রতিরোধ্য পারো এফসি’কে আটকাতে হিমশিম খায় ফুটসিলিং। সাবিনা-ঋতুর্পণাদের আক্রমণে ভেঙে পড়ে তাদের রক্ষণ। প্রথমার্ধে ১১ গোল হজমের পর দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। আক্রমণের ধার অব্যাহত রেখে ২২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পারো এফসি।
পারো এফসি’র গত ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের সুমাইয়া। আজও সেরা খেলোয়াড়ের স্বীকৃতি বাংলাদেশের ফুটবলারের হাতেই।