১৩ মাস পেছাল ভারত-বাংলাদেশ সিরিজ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৬:৫৩ PM

চলতি বছরের আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা থাকলেও সিরিজটি এবার আর অনুষ্ঠিত হচ্ছে না। পরিবর্তে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফর করবে ভারত।

এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল, ভারত নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশে আসবে না। অবশেষে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল।

এ বছরের মতো ভারত জাতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

মূলত দুই বোর্ডের পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সফরের বিস্তারিত সময় সূচি জানানো হবে।

গেল এপ্রিলে প্রকাশিত সূচি অনুযায়ী ১৩ আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামার কথা ছিল দুই দলের।