পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়ল মুস্তাফিজ; যা বললেন কোচ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০১:২৬ PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আঙুলে পাওয়া সেই চোটের কারণে আসন্ন পাকিস্তান সিরিজ থেকে ছিটকে পড়েছেন এই বাঁহাতি পেসার। তাঁর পরিবর্তে খালেদ আহমেদকে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুস্তাফিজ না থাকায় স্বাভাবিকভাবেই তারকা এই পেসারকে মিস করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। গতকাল লাহোরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, মুস্তাফিজ এখন সিনিয়র। আপনি তো আপনার সিনিয়র পেসারকে মিস করবেনই। আমরা দেখেছি সে কিভাবে আইপিএলে বোলিং করেছে। আমরা তাকে মিস করবো। কিন্তু এটা অন্য একজনের জন্য সুযোগ তিন ম্যাচে পারফর্ম করে জায়গা করে নেয়া।’

তাসকিন ও মুস্তাফিজ না থাকায় কিছুটা ব্যালেন্স নেই পেস ইউনিটে। সিরিজ শুরুর আগে এমনই দাবি করেন সিমন্স, ‘আমার মনে হয় এই ফরম্যাটে বোলিংটাই আমাদের জন্য শক্তির জায়গা। তাসকিন ও মুস্তাফিজের মতো দুইজন সিনিয়র বোলার না থাকায় হয়ত পুরোপুরি ব্যালেন্সটা নেই।’

এদিকে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ প্রথমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন হিসেবে শন টেইট। সোমবার লাহোরে দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে দলের সঙ্গে ছিলেন টেইট৷

দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও। বাংলাদেশ দল যেহেতু পাকিস্তানে সফরে গেছে সেখানেই যোগ দিয়েছেন মুশতাক। তিনি পাকিস্তানি হওয়ায় এই সিরিজে তার অভিজ্ঞতা হবে দলের জন্য বাড়তি পাওয়া।