বৃষ্টিতে বাগড়া চট্টগ্রাম টেস্ট

বন্দরনগরী চট্টগ্রামের আকাশে গত দুদিন ধরেই ছিল ঘন মেঘের আনাগোনা, কিন্তু বৃষ্টি হয়নি। অবশেষে আজ নামল সেই প্রতীক্ষিত বৃষ্টি, যা শহরবাসীকে কিছুটা স্বস্তি দিলেও বিঘ্ন ঘটিয়েছে ক্রিকেটে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্ট ম্যাচে খেলা বন্ধ হয়ে গেছে মাত্র ১৬ বলের পরই। তার আগেই অবশ্য বাংলাদেশ দলীয় সংগ্রহ ৩০০ রান ছাড়িয়ে যায়।
২৯৪ রানে ৭ উইকেট থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। বৃষ্টিতে খেলা থামার আগ পর্যন্ত স্কোরবোর্ডে জমা হয়েছে ৯ রান। ৩০৩ রানে ৭ উইকেট নিয়ে ড্রেসিংরুমে ফিরেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ। তাইজুলের রান ১১। মিরাজ অপরজিত ২১ রানে।
বৃষ্টিতে অবশ্য খুব বেশি বাধা ছিল না খেলা। খানিক পরেই ফের ক্রিজে এসেছেন দুই ব্যাটার। দুজনের মাঝেই লিড বাড়ানোর তাগিদ। এই মুহূর্তে বাংলাদেশ এগিয়ে আছে ৭৮ রানে।
গতকাল শেষ বিকেলে ব্যাটিং ধসের আগে পর্যন্ত বেশ ভাল সময়ই পার করেছে বাংলাদেশ। প্রথম উইকেটে ১১৮ রানের জুটি ছিল সাদমান এবং বিজয়ের। ৩ বছর পর দলে ফেরা বিজয় ৩৯ রানে আউট হলেও সেঞ্চুরি করেছেন সাদমান। মুমিনুলের সঙ্গেও ৭৬ রানের ভালো একটা পার্টনারশিপ ছিল তার। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকও এদিন খানিক রান তুলেছিলেন।
কিন্তু শেষদিকে ভিনসেন্ট মাসাকেসার তোপে এলোমেলো হয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। ২৫৯/৩ থেকে অল্প সময়ের ব্যবধানেই স্কোরবোর্ড রূপ নেয় ২৭৯/৭ এ। ৩ উইকেট শিকার করেন মাসাকেসা।
এর আগে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে দুই ফিফটিতে ভর করে তুলেছিল ২২৭ রান।