ফিজকে পেছনে ফেলল বুমরাহ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ১০:২৩ AM

তিন ফরম্যাটেই দুর্দান্ত পারফর্ম করলেও টি-টোয়েন্টি ক্রিকেটে জাসপ্রিত বুমরাহর যেন আলাদা এক পরিচয়। ভারতীয় দলে হোক কিংবা আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স—দুই জায়গাতেই তিনি ভরসার প্রতীক। তার সাম্প্রতিক কীর্তিই আবার তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএল ম্যাচে বুমরাহ স্পর্শ করেছেন টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক।

চলতি আইপিএলে শুরু থেকেই ছিলেন না তিনি; পিঠের চোট থেকে সেরে উঠে ফিরেছেন অনেকটা দেরিতে। মুম্বাই ইন্ডিয়ান্সও ছিল ছন্দের বাইরে। তবে এখন দলটি ঘুরে দাঁড়িয়েছে, আর বুমরাহও ধীরে ধীরে ফিরে পাচ্ছেন তার পুরনো ছন্দ—চেনা রূপে ফিরছেন মুম্বাইয়ের নীল জার্সিতে।

গতকাল হায়দরবাদের বিপক্ষে বুমরাহ পেয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হেনরিখ ক্লাসেনের উইকেট। ওই একটা উইকেটই তাকে নিয়ে গেছে মাইলফলকের দোরগোড়ায়। টি-টোয়েন্টিতে সেটাই তার ৩০০ উইকেট। আর পেসারদের মধ্যে দ্রুততম ৩০০ উইকেটের বিবেচনায় ভারতের এই পেসার উঠে এসেছেন তিনে। পেছনে ফেলেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে। 

৩০০ টি-টোয়েন্টি উইকেট পেতে বুমরাহকে গতকাল পর্যন্ত বল করতে হয়েছে ২৩৭ ইনিংসে। ২৪১ ইনিংসে ৩০০ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান। এতদিন টাইগার পেসারই ছিলেন তিনে। গতকাল তাকে সরালেন বুমরাহ। সবচেয়ে কম ২০৮ ইনিংসে ৩০০ উইকেট পূর্ণ করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাই। 

পেসারদের মধ্যে দ্রুততম ৩০০ উইকেট (টি-টোয়েন্টি ফরম্যাট) 

২০৮ ইনিংস - অ্যান্ড্রু টাই 
২১৭ ইনিংস - লাসিথ মালিঙ্গা 
২৩৭ ইনিংস - জাসপ্রিত বুমরাহ 
২৪১ ইনিংস - মুস্তাফিজুর রহমান 
২৪৮ ইনিংস - টিম সাউদি

মাইলফলকের ম্যাচটায় জয়ের স্বাদও পেয়েছেন বুমরাহ। সানরাইজার্স হায়দরাবাদকে এদিন তার দল মুম্বাই হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। আর এই জয় আইপিএলের পয়েন্ট টেবিলে মুম্বাইকে উঠিয়ে এনেছে তিন নম্বর স্থানে।