বিশ্বকাপের ভাগ্য নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ

চলতি বছরের জানুয়ারিতে মেয়েদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নেওয়ার প্রথম সুযোগ হাতছাড়া করেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিপাক্ষিক সিরিজে হারাতে পারলেই নিগার সুলতানা জ্যোতির দল পেয়ে যেত টুর্নামেন্টের টিকিট। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে না পারায় এখন বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে টাইগ্রেসদের—আর এবারও প্রতিপক্ষ সেই পরিচিত ক্যারিবীয়রা।
বিশ্বকাপ বাছাইপর্বে আজ (শনিবার) নিজেদের ভাগ্য নির্ধারণী শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে চার ম্যাচে চার জয় নিয়ে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। বাকি একটি স্পটের জন্য চলছে তীব্র প্রতিযোগিতা।
এই মুহূর্তে মূল লড়াইটা বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের। জ্যোতিরা এখন পর্যন্ত চার ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে, নেট রানরেট +১.০৩৩। তারা থাইল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে হারিয়ে সহজেই নিজেদের এগিয়ে নিয়েছিল। তবে উইন্ডিজের বিপক্ষে হোঁচট খায় দলটি—প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২২৭ রান করলেও ক্যারিবীয়রা ৪৬ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়।
আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’। জয় পেলেই ৮ পয়েন্ট নিয়ে নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপের টিকিট। এমন অবস্থায় পরে বিকেলে থাইল্যান্ডের মুখোমুখি হওয়া ক্যারিবীয়দের ম্যাচটা হয়ে পড়বে শুধু নিয়মরক্ষার। তবে যদি বাংলাদেশ হেরে যায়, তখন সম্ভাবনার হিসাব মাথাচাড়া দিতে পারে। বিশেষ করে যদি ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারায়, তবে পয়েন্ট সমান হলেও নেট রানরেটের ব্যবধানে পিছিয়ে পড়তে পারে টাইগ্রেসরা। তবে বাংলাদেশ যদি হারে, তবে হারটা যেন হালকা ব্যবধানে হয়—এই চেষ্টাটাও থাকবে।
এদিকে স্কটল্যান্ড ইতোমধ্যে আয়ারল্যান্ডের কাছে হেরে ছিটকে গেছে, আর আইরিশরা আগেই বিদায় নিয়েছে। সবমিলিয়ে বাংলাদেশের জন্য আজকের ম্যাচ শুধু জয় নয়, বিশ্বকাপে যাওয়ার স্বপ্নপূরণের সোনালী সুযোগও বটে।