জয় ও রেকর্ড দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু টাইগ্রেসদের

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস জার্নাল স্পোর্টস জার্নাল
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১০:৪০ PM

জয় ও রেকর্ড দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির দল আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থাইল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় পুঁজি ও সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে। দ্বিতীয় ইনিংসে বিশ্বরেকর্ড গড়েছেন দুই টাইগ্রেস বোলার। ওয়ানডের এক ইনিংসে প্রথমবার দুজনই ফাইফার তুলে নেওয়ার কীর্তি গড়লেন।

বাংলাদেশ অধিনায়ক জ্যোতির সেঞ্চুরি এবং শারমিন আক্তারের অপরাজিত ৯৪ রানের জ্বলমলে ব্যাটিংয়ের পর বল হাতে ঘূর্ণি জাদু দেখালেন ফাহিমা-জান্নাতুলরা। দুজনে মিলে তুলে নিলেন দশ উইকেট। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৭২ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে থাইল্যান্ড নারী দল গুটিয়ে গেছে মাত্র ৯৩ রানেই। ফলে ১৭৮ রানের বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করল টাইগ্রেসরা।

পাঁচটি করে উইকেট শিকার করেছেন দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস। মেয়েদের ওয়ানডে ইতিহাসে একই ম্যাচে কোনো দলের দুই বোলারের ৫ উইকেট নেওয়ার রেকর্ড এটাই প্রথম। যদিও এক ইনিংসে দুই বোলার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার কীর্তি আছে আরও তিনবার। জান্নাত ৫ ওভারে মাত্র ৭ রান এবং ফাহিমা ৮.৫ ওভারে ২১ রানের বিনিময়ে ৫টি করে উইকেট শিকার করেছেন। 

বাংলাদেশি দুই স্পিনারের তোপের ‍মুখে দাঁড়াতেই পারেনি থাই মেয়েরা। দলটির মাত্র ৩ ব্যাটার তিন অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। ফলে দলটি অলআউট হয়েছে ২৮.৫ ওভারেই মাত্র ৯৩ রানে। এর আগে ওয়ানডেতে সর্বোচ্চ ১৫৪ রানের ব্যবধানে (প্রতিপক্ষ আয়ারল্যান্ড) জয়ের রেকর্ড ছিল বাংলাদেশের। আজ ১৭৮ রানের জয়ে জ্যোতিরা নতুন রেকর্ড গড়লেন। 

এর আগে ব্যাট হাতে টাইগ্রেস অধিনায়ক ব্যক্তিগতভাবেও দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। ১৫ চার ও এক ছক্কায় মাত্র ৭৮ বলে ম্যাজিক ফিগার পূর্ণ করেন জ্যোতি। এটি ওয়ানডেতে তার প্রথম শতক হলেও, ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশী নারী ক্রিকেটার হিসেবে এই মাইলফলক পূর্ণ করেছেন। এ ছাড়া শারমিনের সঙ্গে ১৩৮ বলে ১৫২ রানের জুটি গড়েন জ্যোতি। যা তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।