কয়েক দফায় আটক ২৬ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি
-1150852.jpg?v=1.1)
অবশেষে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে কয়েক দফায় আরকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৬ জন জেলের মধ্য ৫ জন বাংলাদেশি এবং বাকিরা রোহিঙ্গা বলে জানায় বিজিবি।
আজ শনিবার (১৫ মার্চ) বিকেলে টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে বিজিবির স্পিডবোটে করে তাদের আনা হয়।
ফেরত আনা জেলেরা জানান, সাগরে মাছ ধরতে গেলে নৌকার ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে মিয়ানমারের জলসীমায় চলে যায় তারা। সেসময় মিয়ানমারের আরকান আর্মি ধরে নিয়ে যায় বলে দাবি জেলেদের।
টেকনাফ–২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গেল ১১ ফেব্রুয়ারি এবং ১ মার্চ আরকান আর্মির হাতে আটক হয় জেলেরা।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২৬ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরে আরকান আর্মির সাথে যোগাযোগ করলে মাছ ধরার নৌকাসহ ২৬ জেলেকে ফেরত দেয় বাহিনীটি।
ফেরত আনা জেলেরা টেকনাফের শাহপরীর দ্বীপ ও বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। আইনি কার্যক্রম শেষে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।