জামালপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

অবশেষে দফায় দফায় বৈঠক শেষে ৩৩ ঘণ্টা পর জামালপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। মঙ্গলবার (০৪ মার্চ) রাত ৯টার দিকে শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ড মোড়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘোষণা দিয়ে এই ধর্মঘট প্রত্যাহার করে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
এসময় সকলের উদ্দেশ্যে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান এবং জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ।
পরিবহন নেতারা জানান, ধর্মঘট শুরু পর থেকে দফায় দফায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের সাথে বৈঠক হয় তাদের। সবশেষ সন্ধ্যায় জামালপুর সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও সকলের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় সকলে সড়কে নিরাপত্তাসহ গাড়ি পোড়ানো ও শ্রমিকের ওপর হামলা মামলার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করেন তারা।
এর আগে, বাস পোড়ানো ও শ্রমিকের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার দুপুরে জামালপুরে গণপরিবহন চলাচল বন্ধ করে বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক নেতারা। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা।