আটকে রাখা ৩ পণ্যবাহী জাহাজ ছেড়ে দিলো আরাকারন আর্মি
মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশ্যে আসার পথে নাফ নদীর মোহনায় আরাকান আর্মি তিনটি পণ্যবাহী কার্গো জাহাজ ছেড়ে দিয়েছে।
ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন সোমবার (২০ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মিয়ানমার থেকে আসা পণ্যবাহী জাহাজগুলো তিন দিন পর মুক্তি পেয়েছে।
এটি ঘটেছিল যখন মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্য নিয়ে চারটি কার্গো জাহাজ টেকনাফের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার আরাকান আর্মি দুটি করে মোট চারটি কার্গো আটক করে এবং এসব জাহাজগুলোর স্টাফদের জিম্মি করে। তবে শনিবার একটি কাঠবাহী কার্গো ছাড়পত্র নিয়ে বন্দরে পৌঁছায় এবং তিনদিন পর বাকি তিনটি জাহাজও মুক্তি পায়।
এ ঘটনার পেছনে মিয়ানমারে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব রয়েছে, যার ফলে টেকনাফ স্থল বন্দরের সীমান্ত বাণিজ্যে বিপর্যয় সৃষ্টি হয়েছে। কয়েক মাস ধরে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও কখনো কখনো বিচ্ছিন্নভাবে কিছু পণ্য আমদানি করা হয়। এসব পণ্য ইয়াঙ্গুন থেকে আসে এবং নাফ নদী দিয়ে রাখাইন রাজ্যের সীমান্ত অতিক্রম করতে হয়। সম্প্রতি, এসব পণ্যবাহী কার্গো যখন বন্দরে আসছিল, তখন তাদের ছাড়পত্র সংগ্রহ করতে হচ্ছিল।
জাহাজগুলোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফি এবং অন্যান্য পণ্য ছিল, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা।