গাজীপুরে কারখানায় বয়লার বিষ্ফোরণ; আহত ২০

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ১১:৪৩ AM

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় বয়লার মেশিন বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে স্যাম্পল রুমে ৫ কেজি ক্যাপাসিটির একটি মিনি বয়লার বিস্ফোরিত হয়। এই ঘটনায় কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। আহতদের মধ্যে সুজনের পা ও জয়েন্টে গুরুতর আঘাত লাগে। তাদেরকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

কারখানার প্রশাসনিক ম্যানেজার এমআর শিপু চৌধুরী বলেন, সাধারণত শ্রমিকরা সকালে তাদের কাজে যোগ দেন। সকাল ৯টার দিকে স্যাম্পল রুমে বয়লার বিস্ফোরিত হয়, এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং কিছু শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়।

কারখানার ইলেকট্রিক ইনচার্জ সোহেল রানা জানান, বয়লারটি সকালের দিকে চালু করা হয়েছিল, কিন্তু সম্ভবত কর্মীরা পর্যাপ্ত পানি না থাকার কারণে বয়লারটি ঠিকমতো কাজ করেনি। এর ফলে স্টিম আউট লাইন থেকে বিস্ফোরণ ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। বেশ কয়েকজনের আহত হয়েছেন।