সারদায় প্রশিক্ষণরত আরও ৮ এসআইকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৭ AM

এবার প্রশিক্ষণরত পুলিশের ৮ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে মাঠে নির্দেশনা না মেনে ‘উচ্চ স্বরে হইচই’ করায় তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গতকাল বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেয়া হয়। একইসঙ্গে রাত ৯টার মধ্যে তাদের একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ একাডেমি সারদার ভাইস প্রিন্সিপাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. গোলাম রউফ খান।

জানা গেছে, গত রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে ‘উচ্চ স্বরে হইচই’ করার অভিযোগে ওই আট এসআইকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছিল। নোটিশে তাদের তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়েছিল, ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেয়া হবে। সেই মোতাবেক সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন।

এ ব্যাপারে জানতে একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তারা ধরেননি।

তবে সারদায় প্রশিক্ষণরত অবস্থায় অব্যাহতি পাওয়া চারজন বিষয়টি নিশ্চিত করে রাত সাড়ে আটটার দিকে জানান, তাদের সন্ধ্যার দিকে অব্যাহতিপত্র ধরিয়ে দেয়া হয়। পাশাপাশি রাত নয়টার মধ্যে পুলিশ একাডেমি ছাড়তে বলা হয়েছে। এ মুহূর্তে তিনি ব্যাগ গোছাচ্ছেন। কিছুক্ষণ আগে একাডেমি থেকে দেওয়া জিনিসপত্র কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছেন।

পরে জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ একাডেমি সারদার ভাইস প্রিন্সিপাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. গোলাম রউফ খান।