শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি, রাজনৈতিক কারণে নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজনৈতিক পরিচয়ের জন্য নয় বরং শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রশিক্ষণরত ২৫২ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গ করেছে বলেই তাদের বের করা হয়েছে। এসআই আমরা নতুন নেব। নিরাপত্তার জন্য এটা ঝুঁকিপূর্ণ হবে না। সেনাবাহিনীতেও হয়। রাজনৈতিক কারণ নেই।’
তিনি বলেন, ‘যে কোনো আন্দোলনে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় অনুসন্ধান করতে হবে। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা যেন আর অপরাধে জড়াতে না পারে তা নিয়ে সতর্ক থাকতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।’
রাস্তা আটকিয়ে সমাবেশ করার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রাস্তায় সমাবেশ করা যাবে না। কমিটি আছে তাদের কাছে দাবি জানাবেন। শাহবাগ নয়, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করুন।’
বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জানুয়ারিতে বিশ্ব ইজতেমা। তাদের দুটি পক্ষ। নিজেরা সমাধান করে সময় নির্ধারণ করবে। আমরাও বসব।’