ট্রেনের ঝাঁকুনিতে দরজা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
জামালপুর যাওয়ার পথে ময়মনসিংহে ট্রেনের ঝাঁকুনিতে দরজা থেকে পড়ে আহাদুল ইসলাম শিহাব (১৬) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আহাদুল ইসলাম শিহাব জামালপুর সদরের উত্তর কাচারী এলাকার সোহেল রানার ছেলে। তিনি জামালপুরের আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. খাইরুল ইসলাম।
খাইরুল ইসলাম বলেন, যাত্রীবাহী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। ময়মনসিংহ স্টেশন থেকে এই ট্রেনে উঠে দরজায় বসেন আহাদুল ইসলাম শিহাব। রাত ১১টার দিকে সানকিপাড়া এলাকা পর্যন্ত আসতেই ঝাঁকুনিতে ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান আহাদুল ইসলাম শিহাব। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।