বেনাপোল-পেট্রোপোল দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু
পেট্রাপোল সীমান্তের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন উপলক্ষে টানা তিনদিন বন্ধ ছিল বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর। তবে এটির উদ্বোধন শেষে আজ সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি। এতে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
বন্দর সংশ্লিষ্টরা জানান, রোববার দুপুরে পশ্চিমবঙ্গের বৃহৎ স্থলবন্দর পেট্রাপোলে আধুনিক মানের প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ কারণে নিরাপত্তার জন্য গেল শনি ও রোববার আমদানি-রপ্তানি বন্ধের নির্দেশনা দিয়েছিলেন ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তর। শুক্রবার ছিল সরকারি ছুটি। ফলে টানা তিনদিন এ বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকে।
বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার বলেন, বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।
মামুন কবির তরফদার আরও জানান, গত কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে বন্দরে রাত-দিন কাজ চলবে।