আজ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
আজ ১০ই মহাররম, পবিত্র আশুরা। আর পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরের সব ধরনের কার্যক্রমও বন্ধ রয়েছে। আটকা পড়েছে শহস্রাধিক পণ্যবাহী ট্রাক। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার রয়েছে স্বাভাবিক।
আজ বুধবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম ও সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র আশুরা উপলক্ষে ভারতের সঙ্গে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এ ছাড়াও বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম বন্ধ আছে। একদিন বন্ধের পর আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে আবারও আমদানি-রপ্তানিসহ বন্দরের সকলের কার্যক্রম স্বাভাবিক হবে।
ইমিগ্রেশন ওসি বলেন, আশুরা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।