আজ রাতে শুরু প্রিমিয়ার লিগের লড়াই
দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লড়াই। আগের মৌসুম শেষের বিরতি, ইউরো ও কোপা আমেরিকার পর প্রায় তিন মাস বন্ধ ছিল ইংলিশ লিগ। আজ রাতে অবশেষে মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ।
প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে আজ রাত ১টায় মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহ্যাম। ওল্ড ট্রাফোর্ডে ফুলহ্যামের মাঠে নামবে এরিক টেন হাগের ইউনাইটেড। আজ রাতে রয়েছে এই একটিই ম্যাচ।
আগামীকাল বিকেল থেকেই মাঠে নামবে বাকি দলগুলো। ১৭ আগস্ট বিকেলে নিজেদের প্রথম ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ ইপসউইচ টাউন। রাতে নিজেদের প্রথম ম্যাচে উলভসের বিপক্ষে নামবে আর্সেনাল।
১৮ আগস্ট হবে মৌসুমের প্রথম হাই ভোল্টেজ ম্যাচ। সেদিন রাতে নিজেদের প্রথম ম্যাচে চেলসির বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।