বাড়ির চালে বজ্রপাত; আগুনে পুড়ে মা ও শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৫ মে ২০২৪, ১০:৩৭ AM

প্রায় পুরো এপ্রিল মাস ধরে সারাদেশেই টানা তাপপ্রবাহ বিরাজ করেছে। মে মাসের শুরু থেকে সেই তাপমাত্রা কিছুটা কমতে থাকে। এরই মাঝে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। এবার ঘরের চালে বজ্রপাতে আগুনে পুড়ে মা ও শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে। খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

আজ রবিবার (৫ মে) ভোর ৫টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হাসিনা বেগম (৩০) ও তার শিশু সন্তান হানিফ (৮)।

স্থানীয়রা জানান, ভোরে বজ্রপাতে নিহতদের ঘরে আগুন লাগে। ঘরটিও সম্পূর্ণ পুড়ে গেছে। নিহত দুইজনই পুড়ে অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় ওই বাড়িতে থাকা আরেক শিশু হাফিজুর রহমান (১০) বাথরুমে গেলে বেঁচে যার।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ এমনভাবে পুড়েছে যা চেনারও কোনো উপায় নেই।

এর আগে বজ্রপাতে কুমিল্লা, রাঙ্গামাটি, সিলেট, কক্সবাজার ও খাগড়াছড়িতে অন্তত ১১ জনের নিহত হওয়ার খবর পাওয়া যায়।