মেট্রোরেল চলাচলের সময় বাড়লো
উত্তরা-মতিঝিলে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে মেট্রোরেল
মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ল। সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত চলবে ট্রেন। শনিবার (২০ জানুয়ারি) থেকে নতুন এ সিডিউল কার্যকর হবে।
মেট্রারেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে বৃহস্পতিবার অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ডিসেম্বর মাসের শুরুতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচলে অন্তত ৬ মাস সময় লাগতে পারে। তিনি বলেন, মতিঝিল অংশের সব স্টেশন চালু হলে আগারগাঁও অংশের সঙ্গে সময় সমন্বয় করে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলবে। পরে সফটওয়্যার আপডেট করে মধ্যরাত পর্যন্ত পুরোপুরি মেট্রোরেল চলাচল করবে। এক্ষেত্রে প্রায় ৬ মাস সময় লাগতে পারে।