পটুয়াখালীতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩, ০৪:৫৩ PM

পটুয়াখালী জেলার দুমকি থেকে ৪২ কেজি গাঁজা ও অটো গাড়িসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা সলেমান খানের ছেলে ফিরোজ খান (৪০) ও জেলা সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের খোকন শরীফ। এসময় পালিয়ে গেছে জেলা সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের মুশফিকের রহমানের ছেলে মূলহোতা মোঃ কালাম। 

পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অ.দা.) মো. এনায়েত হোসেন বলেন, উদ্ধারকৃত গাঁজা চাঁদপুর থেকে ট্রলারে বাকেরগন্জ ডেলিভারি দিতে রওয়ানা করে। পরে সোর্স জানায় চালানটি লেবুখালীর কাঁঠালতলা এলাকা সংলগ্ন খালের পাড়ে পৌঁছে দেয়া হবে। সে মোতাবেক ওই গাঁজা নিতে আসা একটি অটো গাড়িসহ কারবারিদের আসলে আটক করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, তাদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।