মনোনয়ন–বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, গৌরীপুরে ট্রেন চলাচল বন্ধ এক ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক   নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ১২:৫৭ PM

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় বাদ পড়ার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসনের মনোনয়ন–বঞ্চিত নেতা আহমেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকেরা। এতে কিছু সময়ের জন্য নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার রেলযোগাযোগ বন্ধ থাকে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন পৌঁছালে এই অবরোধ শুরু হয়। এ সময় হিরণের সমর্থকেরা তাঁর পক্ষে স্লোগান দেন এবং গৌরীপুর আসনে প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে যান। যাত্রীদের ভোগান্তির বিষয়টি বুঝিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, “গৌরীপুর স্টেশনে ট্রেন পৌঁছাতেই বিএনপির কর্মী–সমর্থকেরা রেললাইনে বসে পড়েন। অন্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও মোহনগঞ্জ–ঢাকা রুট বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”