মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা সড়ক উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৫, ০১:১৮ PM

মহাসড়ক পরিদর্শনে গিয়ে যানজটে আটকা পড়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশ পরিদর্শনে গিয়ে আটকা পড়েন তিনি।

বুধবার (৮ অক্টোবর) সকালে তিনি রেলপথে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।

পথে আশুগঞ্জের হোটেল উজানভাটিতে বিরতি শেষে পুনরায় যাত্রা শুরু করলে বাহাদুরপুর এলাকায় দীর্ঘ যানজটে আটকে পড়েন তিনি।

এ দিন সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার অংশে যানজট দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশের দাবি, এক পাশে মালামাল রাখা ও সড়কের খানাখন্দের কারণে এই যানজট তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেন উন্নীত করার কাজ চলছে। তবে প্রকল্পের কাজ ধীরগতিতে হওয়ায় আশুগঞ্জ গোলচত্তর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচলে সময় লাগে ৪-৬ ঘণ্টা।

এ প্রকল্পের ব্রাহ্মণবাড়িয়ার অংশ পরিদর্শনে আসা উপদেষ্টা ফাওজুল কবির খানের যাত্রার আগে গত রোববার থেকে সড়কের খানাখন্দ ভরাটের কাজ শুরু করা হয়েছে। এক পাশে রাস্তা বন্ধ রেখে সংস্কার কাজ চালানোর কারণে গত তিন দিন ধরে মহাসড়কে তীব্র যানজট তৈরি হচ্ছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আলম বলেন, উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। পথিমধ্যে আশুগঞ্জের মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েছেন।