পঞ্চগড়কে ‘পর্যটন জেলা’ ঘোষণার দাবি 

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ PM

পর্যটন ও টেকসই উন্নয়নের প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়ায় ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে তেঁতুলিয়া চৌরাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পরিবেশকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪-এর জেলা প্রতিনিধি সরকার হায়দার। প্রধান অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু। আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভূমি কর্মকর্তা এম এ আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিঞা, ট্যুরিস্ট পুলিশের ওসি কে এম আজমিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব, পরিবেশকর্মী মাহমুদুল হাসান ও ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান সাকিল।

বক্তারা বলেন, হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি জেলা। তেঁতুলিয়া থেকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, ঐতিহ্যবাহী চা-বাগান, নদী, ঐতিহাসিক নিদর্শন ও সীমান্তবর্তী জনপদ পর্যটনের বিপুল সম্ভাবনা তৈরি করেছে।

তাঁরা আরও বলেন, এই বৈচিত্র্যকে কাজে লাগিয়ে পঞ্চগড়কে যদি সরকারিভাবে ‘পর্যটন জেলা’ ঘোষণা করা হয়, তবে তা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের সামগ্রিক পর্যটন শিল্পেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পঞ্চগড়ের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক বৈচিত্র্য কাজে লাগাতে সরকারিভাবে পর্যটন জেলা ঘোষণা এখন সময়ের দাবি—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন আলোচকরা।