চাঁদা না দেওয়ায় মারধর, মধ্যরাতে থানার সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
জার্নাল ডেস্ক জার্নাল ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ AM

ঠাকুরগাঁওয়ে চাঁদা না দেওয়ায় এক সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধরের প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ করেছেন চালকরা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঠাকুরগাঁও সদর থানার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শনিবার সকালে শহরের আর্ট গ্যালারিতে চাঁদা না দেওয়ায় আবু সাঈদ (৩৫) নামে এক অটোরিকশা চালককে মারধর করেন একপক্ষ। পরে অন্য চালকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। রাতে থানায় তারা একজোট হয়ে অভিযোগ দিতে গেলে ওখানেই বিক্ষোভ করেন।

ভুক্তভোগী আবু সাঈদ অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জ রোডে প্রতিদিন প্রায় ৫০টি অটোরিকশা চলাচল করে। এসব গাড়ি থেকে প্রতি চালককে ২৫ টাকা করে দিতে হয় পাগলু সমিতিকে। দেশের প্রেক্ষাপট বদলে গেছে। এখনো যদি আমাদের চাঁদা দিতে হয় তাহলে এর মানে কি? তাই আমরা চালক-মালিকরা সিদ্ধান্ত নেই আর চাঁদা দেব না। সেই সিদ্ধান্তের পর চাঁদা না দেওয়ায় প্রায় ৩০ থেকে ৪০ জন আমাকে মারধর করেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিশুক, অটোরিকশা ও অটোট্যাম্পু মালিক সমিতির নেতারা জানান, ন্যায় বিচার না পেলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা আজ রাতেই থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পাগলু মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ বলেন, ঘটনাটি সত্য নয়। ড্রাইভারদের মধ্যে হাতাহাতি হয়েছে। বিষয়টি সমাধানের জন্য শালিসে বসা হবে। এরপরই প্রকৃত ঘটনা জানা যাবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোওয়ার আলম খান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।