ইমামকে রাজকীয় বিদায়
শরীয়তপুরের গোসাইরহাটে দীর্ঘ ২৫ বছর ইমামতি করার পর এক ইমামকে ঘোড়ার গাড়িতে করে জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদায়ের মুহূর্তে একজন ইমামকে এভাবে সম্মান জানানোয় প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসীর এই উদ্যোগ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) আসর নামাজ শেষে মাওলানা আব্দুছ ছালাম আজাদকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদ দীর্ঘ ২৫ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। যখন তিনি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া উত্তর বাজার জামে মসজিদে ইমামতি শুরু করেন তখন মসজিদটি ছিল ছোট একটি টিনের ছাউনি বেষ্টিত। তখন গ্রামবাসী তাকে বছরে ২২ মণ ধান দিতেন। পরে মাসে অল্প বেতনে তিনি ইমামতি চালিয়ে গেছেন। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে আজ হাটুরিয়া উত্তর বাজার জামে মসজিদ এলাকা থেকে ঘোড়ারগাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।
এ ছাড়াও তার হাতে তুলে দেওয়া হয় ২ লাখ তিন হাজার টাকা ও নানা উপহারসামগ্রী। পরে বিভিন্ন রঙের বেলুনে সাজানো সুসজ্জিত একটি ঘোড়ার গাড়িতে উঠিয়ে আব্দুছ ছালাম আজাদকে মোটরসাইকেল যোগে বাড়ি পৌঁছে দেন গ্রামের যুবকেরা।
আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদ বলেন, জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।
উত্তর হাটুরিয়া জামে মসজিদের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়ব মিয়া ও আনিছুর রহমান সিকদার বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, তিনি আমাদের জীবনে নানা দিক-নির্দেশনা দিয়েছেন। সমাজের মানুষ যেন দিনের পথে আসে সেই কাজ করেছেন তিনি। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি।